Home শিক্ষা সেপ্টেম্বরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিকল্প ভাবনা

সেপ্টেম্বরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিকল্প ভাবনা

বিশেষ প্রতিনিধি:
আগামী মাসে খুলতে পারে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সূত্রমতে, এ বিষয়ে নানান দিক বিশ্লেষণ করছে শিক্ষা মন্ত্রনালয়। তবে এ বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খোলার বিষয়টি অকেটাই র্নিভর করবে করোনা পরিস্থিতির উপর। সংক্রমণের ঝুঁকির মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অনেকটাই স্বাভাবিক অবস্থা ফিরেছে। এরপরও শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে অধিকতর সংবেদনশীলতার সাথে। এমনটিই জানাগেছে শিক্ষা মন্ত্রনালয় সূত্রে।
উল্লেখ্য, দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে সবার আগে গত ১৭ মার্চ থেকে বন্ধ করা হয় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা বাড়িয়ে সেই ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এই সময়ের পরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এবখেনো অনিশ্চয়তা রয়েগেছে। করোনার কারণে এবার এসএসসির ফল প্রকাশে দেরি হয়। এরপর একাদশ শ্রেণিতে ভর্তিও আটকে ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।
সূত্রমতে, শিক্ষা র্কাযক্রমে ক্ষতি পোষাতে দুই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে চলতি বছরের মধ্যেই সিলেবাস কমিয়ে শিক্ষাবর্ষ শেষ করা হবে। তা সম্ভব না হলে চলতি শিক্ষাবর্ষ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত বাড়ানো হবে। তবে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে। এরপর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং সবার শেষে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে।
এদিকে গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো স্থগিত রয়েছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে ১২ লাখের বেশি শিক্ষার্থী। সংশ্লিষ্টা বলছেন এইচএসসি পরীক্ষা নিতে হলে অন্তত ১৫ দিন ২০ দিন লাগবে। এ সময় ২৫ লাখ লোকের চলাচল বাড়বে। ফলে এক ধরনের আতংকের বিষয় থেকেই যাচ্ছে। এদিকে দীর্ঘদিন করোনা সংক্রমনের ঝুকির বিষয়টি অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা নেয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চাকরি, নেবে ৮৫ জন

দখিনের সময় ডেস্ক: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ৮৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ মে থেকে আবেদন...

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

দখিনের সময় ডেস্ক: প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরো একটি আমূল...

ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন কেন বন্ধ করল কাওয়াসাকি

দখিনের সময় ডেস্ক: ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন বন্ধ করে দিয়েছে কাওয়াসাকি। বাজারে নিনজা ৫০০ লঞ্চের মাত্র কয়েক মাসের মধ্যেই আইকনিক নিনজা ৪০০-র যুগের অবসান...

Recent Comments