• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিকল্প ভাবনা

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৬, ২০২০, ০৩:৩২ পূর্বাহ্ণ
সেপ্টেম্বরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিকল্প ভাবনা
সংবাদটি শেয়ার করুন...
বিশেষ প্রতিনিধি:
আগামী মাসে খুলতে পারে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সূত্রমতে, এ বিষয়ে নানান দিক বিশ্লেষণ করছে শিক্ষা মন্ত্রনালয়। তবে এ বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খোলার বিষয়টি অকেটাই র্নিভর করবে করোনা পরিস্থিতির উপর। সংক্রমণের ঝুঁকির মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অনেকটাই স্বাভাবিক অবস্থা ফিরেছে। এরপরও শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে অধিকতর সংবেদনশীলতার সাথে। এমনটিই জানাগেছে শিক্ষা মন্ত্রনালয় সূত্রে।
উল্লেখ্য, দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে সবার আগে গত ১৭ মার্চ থেকে বন্ধ করা হয় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা বাড়িয়ে সেই ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এই সময়ের পরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এবখেনো অনিশ্চয়তা রয়েগেছে। করোনার কারণে এবার এসএসসির ফল প্রকাশে দেরি হয়। এরপর একাদশ শ্রেণিতে ভর্তিও আটকে ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।
সূত্রমতে, শিক্ষা র্কাযক্রমে ক্ষতি পোষাতে দুই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে চলতি বছরের মধ্যেই সিলেবাস কমিয়ে শিক্ষাবর্ষ শেষ করা হবে। তা সম্ভব না হলে চলতি শিক্ষাবর্ষ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত বাড়ানো হবে। তবে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে। এরপর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং সবার শেষে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে।
এদিকে গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো স্থগিত রয়েছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে ১২ লাখের বেশি শিক্ষার্থী। সংশ্লিষ্টা বলছেন এইচএসসি পরীক্ষা নিতে হলে অন্তত ১৫ দিন ২০ দিন লাগবে। এ সময় ২৫ লাখ লোকের চলাচল বাড়বে। ফলে এক ধরনের আতংকের বিষয় থেকেই যাচ্ছে। এদিকে দীর্ঘদিন করোনা সংক্রমনের ঝুকির বিষয়টি অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা নেয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।