কাজী হাফিজ, ববি প্রতিনিধি ॥
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোর্শেদ বিন ইসলাম (সিফাত)। গতবছর সফলতার সাথে বিবিএ শেষ করেন। তার অদম্য চেষ্টার সফলতা হিসেবে গত ০৪ আগষ্ট পেলেন ৪র্থ বাংলাদেশি হিসেবে ILO Scholership পেলেন ববি শিক্ষার্থী এর কনফার্মেশন ইমেইল। বিনা খরচে অধ্যয়নের সুযোগ পেয়েছেন জার্মানির ইউনি কেসেল বিশ্ববিদ্যালয়ের “লেবার পলিসিস ও গ্লোবালাইজেশন” মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে। মুলত এটি একটি জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম যা দুইটি বিশ্ববিদ্যালয় সম্পন্ন হবে। ১ম সেমিস্টার জার্মানির কেসেল বিশ্ববিদ্যালয় ও ২য় সেমিস্টার জার্মানির বার্লিন স্কুল অব ইকোনমিকস এন্ড ল তে।
এছাড়াও সুইজারল্যান্ড এর জেনেভার ৪র্থ বাংলাদেশি হিসেবে ILO হেড কোয়ার্টারে তার বিশেষ ট্রেনিং হবে। তার প্রোগ্রাম শুরু হবে ১লা নভেম্বর ২০২০ এবং ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত চলমান থাকবে। এ বছর বাংলাদেশ থেকে তিনিই একমাত্র এবং এ পর্যন্ত ৪র্থ ব্যক্তি যে ILO Scholership পেয়েছেন।
এ বিষয়ে মোর্শেদ বিন ইসলাম সিফাত দখিনের সময় কে বলেন , “আমার বাবার স্বপ্ন ছিলো আমি বিদেশে পড়াশুনা করব। আজ বাবা বেচে নেই তবে বাবার দোয়া সব সময় আমার সাথে আছে। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুব ভালো লাগছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমি কৃতজ্ঞ আমার শিক্ষকদের প্রতি এবং আমার শুভাকাক্সক্ষীদের প্রতি যারা সব সময় আমাকে সাপোর্ট করেছেন। “