• ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে আনা মানে আরেকটি তামাশা: শফিক রেহমান

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ১৮:০৫ অপরাহ্ণ
শেখ হাসিনাকে দেশে আনা মানে আরেকটি তামাশা: শফিক রেহমান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
শফিক রেহমান বলেছেন, এক বছর নয়, এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচারের কাজ শেষ হওয়া উচিত। এসময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না এনে বিচারকার্য করারও দাবি জানান তিনি।
রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিডিয়ার হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভায় শফিক রেহমান বলেন, ২১ আগস্ট, বিডিয়ার হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা তিন ঘটনার সাথে শেখ হাসিনা সম্পৃক্ত । এসব ঘটনায় শেখ হাসিনার ফাঁসি দেয়ার দাবি করেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান।
শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে, কারণ সে খুনি। দেশে এসে পকেটে গ্লিসারিন ও লেবুর পানি নিয়ে আসবেন। কান্নাকাটি করবেন। তাই তাকে দেশে আনা মানে আরেকটি প্রহসন আরেকটি তামাশা। আমরা জানি সে খুন করেছে। তাই দেরি না করে এখনই রায় দেয়ারও দাবি জানান এই প্রবীণ সাংবাদিক।