• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ দিন পরে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ যুবকের লাশ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৯:৪৪ অপরাহ্ণ
৭ দিন পরে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ যুবকের লাশ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর বাদপুকুর গ্রামে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নির্মাণাধীন এক বাড়িতে দুর্গন্ধের সূত্র ধরে শ্রমিকরা ট্যাংকের ভেতর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত রফিকুল স্থানীয় নুরুজ্জামানের ছেলে।
রফিকুল গত ১১ জানুয়ারি বিকেলে চায়ের দোকানে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের দীর্ঘ খোঁজাখুঁজির পর তার বড় ভাই ১২ জানুয়ারি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শ্রমিকদের মাধ্যমে লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা রফিকুলকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, হত্যাকাণ্ডের পেছনে কারা এবং কী উদ্দেশ্যে কাজ করেছে তা এখনো স্পষ্ট নয়। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।