• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে লাশের বদলে লাশের হুঁশিয়ারি নুরের

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৯:০০ অপরাহ্ণ
সীমান্তে লাশের বদলে লাশের হুঁশিয়ারি নুরের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সীমান্তে উত্তেজনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আমাদের দেশের একটি লাশ পড়লে ওপারের দুটি লাশ ফেলাতে হবে।” শনিবার (১৮ জানুয়ারি) রংপুরের গঙ্গাচড়ায় একটি মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই হুঁশিয়ারি দেন। নুর বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ গোলাগুলির ঘটনায় ভূমি দখলের ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা সরকার তাদের অনেক সুযোগ দিয়েছে, কিন্তু সীমান্তবর্তী মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, “সরকারকে বলব, সীমান্তবর্তী মানুষকে সামরিক প্রশিক্ষণ দিন এবং প্রয়োজনে তাদের বিজিবির সঙ্গে কাজে লাগান। ভারতের আধিপত্য বন্ধ করতে এখনই ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশের মানুষের জীবন গেলে ওপারের জীবনও নিরাপদ থাকবে না।”নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই দেশের এক ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেওয়া হবে না। শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের যে নতুন খেলা শুরু হয়েছে, সেটি বন্ধ করুন। অন্যথায় এর পরিণতি ভারতীয় কর্তৃপক্ষের জন্য ভালো হবে না।” মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।