রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা কোনো নীতিমালা ছাড়াই প্রয়োগ করা যায় কি না, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান। জনস্বার্থে দায়ের করা এ রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পার্লামেন্ট সচিব এবং রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদানের ক্ষমতা দিলেও এর কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকায় এটি সংবিধানের অন্যান্য ধারা—৭, ২৭, ৩১ ও ৩২-এর সঙ্গে সাংঘর্ষিক।
রিট আবেদনে অভিযোগ করা হয়েছে, ক্ষমা প্রদানের ক্ষমতার অপব্যবহারের নজির অতীতে বহুবার দেখা গেছে। এর মধ্যে সাবেক সেনাপ্রধান আব্দুল আজিজের ভাই জোসেফ এবং আসলাম ফকিরের নাম উল্লেখযোগ্য। এ ধরনের ক্ষমা প্রদানে কোনো নির্দিষ্ট মানদণ্ড না থাকায় ন্যায়বিচার নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে। আইনজীবী ইশরাত হাসান দাবি করেছেন, ক্ষমতার অপব্যবহার রোধে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের জন্য একটি স্বচ্ছ নীতিমালা থাকা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ক্ষমা প্রদানের ক্ষমতা সঠিকভাবে ব্যবহার না হলে এটি ন্যায়বিচারের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হলে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে। রিটে এই নীতিমালা তৈরির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।