২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অব্যাহতি পেয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালত এই সিদ্ধান্ত দেন। মামলাটি ছিল ৭৯ নম্বর বিস্ফোরক দ্রব্য মামলা, যা তার বিরুদ্ধে একই বছর দায়ের হওয়া তিনটি মামলার একটি। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, মামলা থেকে অব্যাহতির ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা গুরুতর অভিযোগের একটি অধ্যায় শেষ হলো। তিনি আরও উল্লেখ করেন, আদালতের এই সিদ্ধান্তে বিচার প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা বাড়বে।