সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে, ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে তার নিয়োগ অনৈতিক এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুতুলের পদ বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে দুদক।
দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে সায়মা ওয়াজেদ পুতুলকে অনৈতিকভাবে ডব্লিউএইচও’র পদে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয়, সরকারি সফরে তাকে বিনা কারণে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছে। এছাড়া পূর্বাচল নতুন শহরে ১০ কাঠা প্লট বরাদ্দ এবং ‘সূচনা ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সংস্থা থেকে উপঢৌকন আদায়ের মতো অভিযোগ রয়েছে পুতুলের বিরুদ্ধে।
শেখ হাসিনা ও এম এ ওয়াজেদ মিয়ার মেয়ে পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও তথ্য গোপনের অভিযোগে একাধিক মামলা করা হয়। দুদকের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে পুতুলের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত মামলা উল্লেখযোগ্য। দুর্নীতি দমন কমিশন তাদের চিঠিতে এ বিষয়গুলো উল্লেখ করে পদক্ষেপ নিতে বলেছে।