• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জিকা ভাইরাসের ক্লাস্টার নিয়ে বাড়ছে শঙ্কা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১৬:১৭ অপরাহ্ণ
জিকা ভাইরাসের ক্লাস্টার নিয়ে বাড়ছে শঙ্কা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের একটি ‘ক্লাস্টার’ শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে। প্রায় এক দশক আগে দেশে প্রথম জিকা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর, এবার ঢাকার একটি এলাকার পাঁচজন একইসঙ্গে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), যা বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে।
২০২৩ সালে ১৫২ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে পাঁচজনের মধ্যে জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। তারা সবাই পুরুষ এবং ঢাকার একই এলাকার বাসিন্দা। গবেষক দলের প্রধান ড. শফিউল আলম জানান, ভাইরাসটি ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং আরও অনেক রোগী শনাক্ত হতে পারে। যদিও জিকা ভাইরাসে মৃত্যুহার কম, তবে যারা রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, গর্ভবতী নারী বা অন্য রোগে ভুগছেন, তাদের ঝুঁকি বেশি।
এখনও পর্যন্ত দেশে কোনো গর্ভবতী নারী জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে এই ভাইরাস গুলেন-বারি সিন্ড্রোম (GBS) সহ অন্যান্য গুরুতর সমস্যাও সৃষ্টি করতে পারে। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে দেশে ১১ জন জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হচ্ছে।