পহেলা বৈশাখকে বাঙালি জাতিসত্তার উজ্জ্বল প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলা ১৪৩২ সালের প্রথম দিনে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে রোববার (১৩ এপ্রিল) তিনি বলেন, “বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের আত্মপরিচয়ের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।”
তারেক রহমান বলেন, “নববর্ষ আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্তর্গত। এর সঙ্গে প্রকৃতি, প্রাণ ও জাতিগত গৌরবের এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এই দিন আমাদের অতীত ঐশ্বর্যের স্মারক, আর বর্তমান ও ভবিষ্যতের জন্য প্রেরণা। আমরা যেন নববর্ষের প্রভাতে ঐক্য, সহনশীলতা ও গণতন্ত্রের ভিত্তিতে নতুন এক সমাজ নির্মাণে ব্রতী হই।”
আন্তর্জাতিক অস্থিরতা এবং সহিংসতার প্রেক্ষাপটে তিনি বলেন, “শান্তির জন্য কেবল অপেক্ষা নয়, উদ্যোগ দরকার নিঃস্বার্থ মনোভাবের। সংস্কৃতির প্রতি অনুরাগ আর গণতান্ত্রিক মূল্যবোধের ভিত মজবুত করেই আমরা বহুমাত্রিক মত ও পথের সমন্বয়ে একটি টেকসই কাঠামো গড়ে তুলতে পারি।” শেষে তিনি আশা প্রকাশ করেন, বৈশাখের আগমনে মুছে যাক অন্যায়, অশান্তি ও বিভেদ—চারদিকে ছড়িয়ে পড়ুক শান্তি, সত্য আর সৌহার্দ্যের আলো।