ইসরাইলের অব্যাহত হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দলটির আয়োজিত সংহতি র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইসরাইল শুধু ফিলিস্তিন নয়, গোটা মুসলিম বিশ্বকেই নিঃশেষ করতে চায়। আর মুসলিম বিশ্বের নেতৃত্বে যারা রয়েছেন, তারা নিশ্চুপ দর্শকের ভূমিকায়। তাঁর মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরাইল এমন ‘অপকর্ম’ করার সাহসই পেত না।
আব্বাস অভিযোগ করেন, বাংলাদেশের অনেক তরুণ এখন ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে, অথচ দেশের সরকার নিরব। জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “যতদিন জাতিসংঘ কার্যকর ব্যবস্থা না নেবে, ততদিন এই বর্বরতা চলবে। প্রতিবেশী দেশেও মুসলমানরা নির্যাতনের শিকার, তবুও আমাদের সরকার নিশ্চুপ।” তিনি বর্তমান শাসকের সমালোচনা করে বলেন, অন্যায়ের প্রতিবাদ না করাটা আন্তর্জাতিক ন্যায়বিচারকে অবমাননা করা।
এদিন র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও তীব্র ক্ষোভ জানান। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে থাকলেও, সরকার বা তথাকথিত সুশীল সমাজ কেউই এখন ফিলিস্তিন প্রসঙ্গে মুখ খুলছে না। গয়েশ্বরের দাবি, মুসলিম বিশ্বের বিভক্তির কারণেই আজ ফিলিস্তিন রক্তাক্ত। তিনি বলেন, “সবাই ব্যস্ত বিএনপিকে ঠেকাতে, কিন্তু কেউ ব্যস্ত নয় ফিলিস্তিনের পাশে দাঁড়াতে।”