ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দলটির একাধিক নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) এবং আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মজিবর মার্কেট এলাকা থেকে সিফাতকে, রাত ৯টার দিকে দেওয়ানবাড়ি এলাকা থেকে মহর হোসেনকে এবং রাত সাড়ে ৮টার দিকে বাংলামোটর থেকে বোরহানউদ্দিন রাসেলকে গ্রেফতার করে ডিবির তিনটি ভিন্ন ইউনিট।
তিনজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। বিশেষ করে সিফাত ও মহর হোসেনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম, পূর্ব ও রামপুরা থানায় নানা অভিযোগে মামলা রয়েছে। বোরহানউদ্দিন রাসেলের দলে পদবিহীন হলেও, দুষ্কৃতির সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিভাগ।