পঞ্চগড় জেলা পুলিশের কনস্টেবল নিয়োগে কোনো প্রকার রাজনৈতিক সুপারিশ চলবে না—এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “নিয়োগের পুরো প্রক্রিয়াই মেধার ভিত্তিতে হবে। তাই নেতা কিংবা সমন্বয়কদের পেছনে না দৌড়ে এখনই রিটেন পরীক্ষার প্রস্তুতি শুরু করুন।”
সারজিস জানান, এখন কনস্টেবল পদের জন্য ফিটনেস পরীক্ষা চলছে, এরপর ৫০ নম্বরের লিখিত ও ১৫ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। গতবার প্রায় ৫০০ জন ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছিলেন, যাদের মধ্যে মাত্র ২৮ জন চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন। ভাইভা যতই ভালো হোক, রিটেন পরীক্ষায় ভালো না করলে সুযোগ নেই। তার মতে, ভাইভাতে ৭–৮ নম্বর পাওয়া সাধারণ বিষয়, সেখানে অতিরিক্ত ২–৪ নম্বর পেতে নেতা ধরলে লাভ নেই।
তিনি আরও বলেন, ‘‘ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েই অনেকেই রাজনীতিকদের পেছনে দৌড়ায়, কিন্তু এতে করে নিজের প্রস্তুতিটাই নষ্ট হয়। পুলিশ নিশ্চিত করেছে—সুপারিশ নয়, একমাত্র মেধাই নিয়োগে প্রাধান্য পাবে। ‘কোটা না মেধা’ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগকে অসম্মান করার কোনো সুযোগ নেই। তাই চাকরি পেতে হলে নিজের যোগ্যতা দিয়েই প্রমাণ করতে হবে, অন্য কিছুতে ভরসা করে নয়।’’