রেড নোটিশের খড়গে ১০ প্রভাবশালী, সাবেক মন্ত্রীরাও তালিকায়
দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১৭:৩১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, এদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠানো হয়েছে।
তালিকায় রয়েছেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক সামরিক কর্মকর্তা তারেক আনাম সিদ্দিকী। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা চলছে বলে জানা গেছে।
মতবিনিময়কালে চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় ২২টি মামলায় ১৪১ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জনকে গ্রেফতার করা গেলেও ৮৭ জন এখনও পলাতক। সভায় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, গাজী এম এইচ তামিম, সাইমুম রেজা ও অন্যান্য কর্মকর্তারা।