এইচআর বিভাগে অভিজ্ঞদের জন্য আকর্ষণীয় অফার, নিয়োগ চলছে যমুনা গ্রুপে
দখিনের সময়
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ১৮:০৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ডেনিমস ওয়েভিং লিমিটেড সম্প্রতি এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স বিভাগে সহকারী ম্যানেজার অথবা ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৭ জুলাই ২০২৫ থেকে আবেদন করতে পারছেন এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। পদসংখ্যা নির্ধারিত না থাকলেও যোগ্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতাকেই গুরুত্ব দেওয়া হবে।
এই পদের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে কর্মী নিয়োগ, মানবসম্পদ পরিকল্পনা, প্রশিক্ষণ উন্নয়ন, ক্ষতিপূরণ ব্যবস্থাপনা, পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম, বিভাগীয় কেপিআই বাস্তবায়ন ও শ্রম আইন সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক। এছাড়া আইএলও কনভেনশন ও শ্রমবিধি সম্পর্কে ভালো ধারণা এবং বাংলায় ও ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা থাকা প্রয়োজন।
নির্বাচিত প্রার্থীরা গাজীপুরে অবস্থিত অফিসে ফুলটাইম কাজ করবেন এবং বেতন নির্ধারিত হবে অভিজ্ঞতার ভিত্তিতে। সেই সঙ্গে থাকছে মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর। অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যেই।