ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগ দিচ্ছে। এবার নিয়োগ দেয়া হবে ‘আরইউ ১, করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং’ বিভাগে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী প্রার্থীদের আবেদন জমা দিতে হবে।
পদের নাম অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার। এখানে নির্দিষ্ট কোনো পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সঙ্গে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন এবং বয়সের কোনো বাধা নেই। কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ঢাকায়।
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। তাই যারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ এক সুযোগ।