দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ ম্যানেজার (জেও টু এসইও) পদে জনবল নিয়োগ দিচ্ছে। মোট ২ জনকে এই পদে নেওয়া হবে। আগ্রহীরা ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
এই পদের জন্য আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। সঙ্গে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। নির্বাচিত প্রার্থীরা ফুল-টাইম ভিত্তিতে ঢাকায় কাজ করার সুযোগ পাবেন। বেতন নিয়ে আলোচনার সুযোগ রয়েছে, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতেই নির্ধারণ করা হবে।
প্রিমিয়ার ব্যাংক জানায়, তারা সৃজনশীল ও দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেবে, যারা কনটেন্ট তৈরি ও ব্র্যান্ডিংয়ের কাজে অভিজ্ঞ। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে প্রাথমিক বাছাই শেষে পরবর্তী ধাপে ডাক পাওয়া যাবে। তাই যোগ্য প্রার্থীদের সময়মতো আবেদন করার আহ্বান জানানো হয়েছে।