• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১৯:৫৫ অপরাহ্ণ
এসএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ফর্মিং মেশিন বিভাগে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অপারেটর পদে জনবল নেওয়া হবে, যদিও পদসংখ্যা উল্লেখ করা হয়নি। প্রার্থীদের ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স) অথবা এসএসসি/এইচএসসি পাসসহ দীর্ঘমেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। কর্মস্থল হবে পাবনায়।
বেতন হবে কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় এবং অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে স্কয়ার গ্রুপের নীতিমালার আওতায়। আগ্রহীরা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে এটি হতে পারে বড় সুযোগ।