জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদে একাধিক লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের জন্য প্রয়োজন ফার্মেসিতে স্নাতকোত্তর (এম.ফার্ম) অথবা রসায়ন/ফলিত রসায়ন/জৈব রসায়নে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি। ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য নিবন্ধন নথি প্রস্তুতের দক্ষতা থাকতে হবে। যদিও অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। বয়সসীমা ২৫ থেকে ৩২ বছর এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
কর্মস্থল গাজীপুরে এবং কাজ হবে অফিসভিত্তিক ফুলটাইম। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তবে এর পাশাপাশি থাকবে নানা সুযোগ-সুবিধা—প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, দুপুরের খাবার, কারিগরি ভাতা, বছরে ইনক্রিমেন্ট, উৎসব বোনাসসহ আরও অনেক সুবিধা।