• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি ফল প্রকাশে সম্ভাব্য তারিখ ঘোষণা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২১:২৪ অপরাহ্ণ
এইচএসসি ফল প্রকাশে সম্ভাব্য তারিখ ঘোষণা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, খাতা মূল্যায়ন শেষ পর্যায়ে রয়েছে, এবং খুব শিগগিরই ফল প্রস্তুত হয়ে যাবে।
কামাল উদ্দিন হায়দার জানান, ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও হয়নি। তিন দফা পরীক্ষা পিছিয়ে যাওয়ায় খাতা মূল্যায়নে সময় বেশি লেগেছে। তিনি আশা প্রকাশ করেন, সর্বোচ্চ ১৯ অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। পাবলিক পরীক্ষা আইনে নির্ধারিত সময়সীমা অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।
গত ১৯ আগস্ট এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়, আর ২১–৩১ আগস্ট পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে ছেলে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়ে ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও স্থগিতের কারণে তা পিছিয়ে আগস্টে গিয়ে শেষ হয়।