• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামের জঙ্গলে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ২১:০৫ অপরাহ্ণ
নন্দীগ্রামের জঙ্গলে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি পাওয়া যায়। নিহত রিপন আকন্দ (৫০) শেরপুর উপজেলার হাটগাড়ি তালপট্ট্রি গ্রামের বদিউজ্জামানের ছেলে।
স্থানীয় কৃষকরা জানান, সকালে মাঠে কাজ করার সময় জঙ্গলের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে তারা এলাকাবাসীকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের ভাই নান্নু আকন্দ বলেন, সোমবার রাত ৮টার দিকে রিপন তার ইজিবাইকে তিন যাত্রী নিয়ে বের হয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে পরিবারের খোঁজাখুঁজির পর জানতে পারেন নুন্দহ এলাকায় একটি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে তারা নিশ্চিত হন সেটি রিপনের লাশ।
স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা রিপনকে হত্যার পর তার ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।