এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করল ইসি
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১৯:৩০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো প্রতীক বরাদ্দের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করায় শিগগিরই এসব দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ) সম্পর্কেও কমিশন পর্যালোচনা চালাচ্ছে। অন্যদিকে নয়টি রাজনৈতিক দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত হবে এবং সাতটি দলের আবেদন সরাসরি বাতিল করা হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, এবার মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের যোগ্য মনে করেছে কমিশন। তবে এনসিপির প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব।