• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ১৯:২৭ অপরাহ্ণ
এক ইলিশের দাম ৯ হাজার টাকা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালীর কুয়াকাটায় আবারও বড় সাইজের ইলিশ পাওয়া গেছে। জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়ে ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক বিশাল ইলিশ। বুধবার সকাল ৭টার দিকে আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিশে নিলামে মাছটি বিক্রি হয় ৮ হাজার ৮০০ টাকায়, অর্থাৎ প্রায় ৪ হাজার টাকা কেজি দরে। খবর পেয়ে স্থানীয়রা বন্দরে ভিড় জমায় মাছটি দেখতে।
ছোবাহান মাঝি জানান, ২৬ সেপ্টেম্বর সমুদ্রে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে এই বিরল সাইজের ইলিশটি জালে উঠে আসে। তিনি বলেন, “এমন বড় ইলিশ এখন খুবই কম পাওয়া যায়। অবরোধ শুরু হওয়ার আগে এ মাছ পেয়ে আমি অনেক খুশি।” জমজম ফিশের স্বত্বাধিকারী সাঈদুল ইসলাম বলেন, বড় ইলিশ জেলেদের যেমন বাড়তি আয় এনে দেয়, ব্যবসায়ীরাও তখন ভালো দামে বিক্রি করতে পারে। এ মাছের ক্রেতা পি এম মুসা জানান, পুরো বাজার ঘুরে তিনি এ একটিই বড় ইলিশ পেয়েছেন, যা তিনি ঠাকুরগাঁওয়ে পাঠাবেন ভালো দামে বিক্রির আশায়।
এদিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, বড় সাইজের ইলিশ ধরা পড়া এখন তুলনামূলক বেশি হচ্ছে। তিনি বলেন, “৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফল ইতিমধ্যেই দেখা যাচ্ছে। গভীর সমুদ্র থেকে শুরু করে উপকূলের জেলেদের জালেও এখন বড় ইলিশ ধরা পড়ছে।” ফলে জেলেরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি বাজারেও বাড়ছে ব্যতিক্রমী এই সাইজের ইলিশের চাহিদা।