তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরে আসবেন: এম এ মালিক
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ২১:২৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানিয়েছেন, বিএনপি নেতা তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন। তার ফেরা কখন হবে, তা শিগগিরই জানানো হবে। তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। বুধবার (১ অক্টোবর) বিকেলে লন্ডন থেকে দেশে ফিরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই তথ্য জানান।
তিনি আওয়ামী লীগকে মানুষের চাওয়ার বাইরে চলে গেছে উল্লেখ করে বলেন, দেশের মানুষ এখন আর এ দলকে সমর্থন করছে না। যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে দেওয়া মন্তব্য কূটনৈতিক বিষয় ছিল। এম এ মালিক বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের জন্য যে কর্মকাণ্ড করেছে, তা মানুষ ভুলে যায়নি। এখন সময় এসেছে পরিবর্তনের, তাই মানুষ নতুন নেতৃত্বের দিকে ঝুঁকেছে।
বিএনপি প্রার্থীদের মনোনয়নের প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই নিজেদের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বা গ্রিন সিগনাল পেয়ে গেছে দাবি করছেন। তবে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র দলের হাইকমান্ডের মাধ্যমে হবে। এম এ মালিক আরও জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি স্থানীয় পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় বিমানবন্দরে হাজারো মানুষ ফুলেল শুভেচ্ছা, ব্যানার ও স্লোগান দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।