গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা ৪৪টি জাহাজের মধ্যে মাত্র চারটি এখনো গন্তব্যের দিকে ছুটে চলছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
এই চারটির মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো ‘সামারটাইম-জং’ এবং ‘শিরিন’, যেখানে আইনজীবীদের একটি দল রয়েছেন মূলত আইনি সহায়তা প্রদানের জন্য। এছাড়া বহরের প্রথম সারির জাহাজ ‘মিকেনো’ ও ‘মেরিনেট’ ইতোমধ্যেই ফিলিস্তিনের জলসীমায় প্রবেশ করেছে এবং গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে। ইসরায়েলি নৌবাহিনীর শক্ত প্রতিরোধ ও হামলার পরও এই জাহাজগুলো পিছু হটেনি।
বহরের অধিকাংশ জাহাজ ইসরায়েলি বাধার কারণে থেমে গেলেও বাকি থাকা এই চারটি এখনও গাজার তীরে পৌঁছানোর চেষ্টায় অটল রয়েছে। ত্রাণবাহী এই মিশনকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনার ঝড় বইছে। বিশেষ করে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে চলা এই জাহাজগুলো গাজার জনগণের জন্য আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।