• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে আরও দুর্বল হলেও দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ উড়িষ্যা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার পর নিম্নচাপটি বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং পশ্চিমদিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হচ্ছে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য তৈরি হওয়ায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।