• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মন্দিরে ডিউটিরত পুলিশের গুলি চুরির ঘটনায় ওসি প্রত্যাহার

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১৯:৫৫ অপরাহ্ণ
মন্দিরে ডিউটিরত পুলিশের গুলি চুরির ঘটনায় ওসি প্রত্যাহার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত অবস্থায় পুলিশের ব্যাগ থেকে ৩০ রাউন্ড গুলি ও মালামাল চুরির ঘটনায় বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএমপির কর্মকর্তারা জানান, মন্দিরে ডিউটিরত ফোর্সদের থাকার জন্য বাউন্ডারির ভেতরে নির্মাণাধীন ভবনের দোতলায় থাকার ব্যবস্থা করা হয়েছিল। সোমবার ভোরে আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে চারজন পুলিশ ফোর্স ও তিনজন আনসার সদস্য ঘুমিয়ে থাকাকালে তাদের চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ছিল শর্টগানের ৩০ রাউন্ড গুলি। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়।
পরে সকাল পৌনে ১০টার দিকে মন্দিরসংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে বেশিরভাগ ব্যাগ উদ্ধার করা হলেও ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কীভাবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের চোখ ফাঁকি দিয়ে এত বড় ধরনের চুরি সংঘটিত হলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে এ ঘটনাকে গুরুতর অবহেলা হিসেবে দেখা হচ্ছে, এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে ডিএমপি।