• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আগুনে পুরে আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
আগুনে পুরে আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) শনিবার সকালে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেটের ওই কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি গুরুতর দগ্ধ হন, শরীরের ৪২ শতাংশ পুড়ে যায়।
এই ঘটনায় মোট চারজন ফায়ার ফাইটার আহত হন এবং তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে ২৩ সেপ্টেম্বর শামীম আহমেদ ও ২৪ সেপ্টেম্বর নুরুল হুদা মারা যান। এছাড়া দগ্ধ দোকানকর্মী আল আমিন হোসেন বাবুও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে টঙ্গীর কেমিক্যাল গুদাম ট্র্যাজেডিতে প্রাণ হারানো ফায়ার ফাইটারের সংখ্যা দাঁড়াল তিনজনে।
খন্দকার নাঈম ২০১৬ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন এবং কর্মজীবনে বিভিন্ন স্টেশনে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। তাঁর এই আত্মত্যাগের মধ্য দিয়ে শহীদ ফায়ার ফাইটারের সংখ্যা দাঁড়াল ৫১ জনে। প্রতিবারের মতো এবারও প্রমাণ হলো—জীবন বাজি রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অগ্নিসৈনিকরা কত বড় ঝুঁকি নেন।