• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, আগামীকাল অনশনে শিক্ষকরা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৫, ১৮:৪৩ অপরাহ্ণ
‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, আগামীকাল অনশনে শিক্ষকরা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
শিক্ষকদের তিন দফা দাবির জন্য যমুনার উদ্দেশ্যে হওয়ার ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি আজ স্থগিত ঘোষণা করা হয়েছে। তার পরিবর্তে আগামীকাল দুপুর ২টা থেকে আন্দোলনরত শিক্ষকরা অনশন কর্মসূচি পালন করবেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনারে এই ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি জানান, অনশনের পাশাপাশি যদি দাবি মেনে নেওয়া না হয়, তবে আন্দোলন আরও কঠোর আকার গ্রহণ করবে এবং আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখা হবে।
এর আগে দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ১৬ সদস্যের শিক্ষকদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আলোচনার নামে প্রশাসন আমাদের দাবি অগ্রাহ্য করেছে। আমরা স্পষ্টভাবে বলেছি, এখন ১০ শতাংশ বাড়িভাড়া ও পরবর্তী বাজেটে আরও ১০ শতাংশ নিশ্চিত করতে হবে। প্রজ্ঞাপন আকারে বিষয়টি ঘোষণা করা প্রয়োজন।” তিনি আরও জানান, সরকার যদি ১৩ আগস্টের মধ্যে কোনো উদ্যোগ গ্রহণ না করে, তবে আন্দোলন আরও তীব্র হবে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। শিক্ষকরা ২০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়ার দাবি তুলেছেন, তবে সরকার সামর্থ্য অনুযায়ী ৫ শতাংশ সুপারিশ করছে। তিনি আরও বলেন, নতুন বেতন কমিশনের সুপারিশ অনুসারে আগামী বছরে শিক্ষকদের জন্য আরও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করার চেষ্টা করা হবে।