• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৭:৪২ অপরাহ্ণ
বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
সরকারি নিবন্ধনপ্রাপ্ত দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি–এর প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় নগরীর হোটেল চারুতে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশাল অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক, কলামিস্ট ও সাংবাদিকদের ৩৫ সংগঠন নিয়ে গঠিত বরিশাল সাংবাদিক জোটের প্রধান উপদেষ্টা আলম রায়হান। প্রধান অতিথি ছিলেন সাংবাদিকদের ওই জোটের সমন্বয়ক ও বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল টাইমস–এর সম্পাদক হাসিবুল ইসলাম, এসএ টিভির ব্যুরো চিফ মুজিব ফয়সাল, বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম নওরোজ হীরা এবং দৈনিক আজকালের কণ্ঠ–এর জেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালাশ বিডি–এর ব্যুরো চিফ আসলাম খান। এতে বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের অর্ধ শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা তালাশ বিডির ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং দেশের ইতিবাচক সাংবাদিকতা চর্চায় প্রতিষ্ঠানটির ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।