ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুরে তার অপারেশন করা হবে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
ওই বার্তায় আরও বলা হয়, হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।