রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি কার্টনের গোডাউনে আগুন লেগেছে।নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি কার্টনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, ভেতরে প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ধোঁয়ার কারণে কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন নেভানোর ক্ষেত্রে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে কি না সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
তবে কি কারণে আগুনের সূত্রপাত, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।