• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“ভালবাসি”- নূর পরী

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১, ১২:৪৩ অপরাহ্ণ
“ভালবাসি”- নূর পরী
সংবাদটি শেয়ার করুন...

ভালবাসি
-নূর পরী


ভালবাসি ভালবাসি ভালবাসি!
তাকেই ভালবাসি যে আমাকে ভালবাসে!
তাকেই ভালবাসি যে আমার হৃদয়ে আলিঙ্গন করে।
তাকেই ভালবাসি যে আমাকে ছুতে চেয়েও ছোঁয়নি।
তাকেই ভালবাসি যে আমার আত্মার সাথে মিশে আছে।
তাকেই ভালবাসি যে আমাকে জড়াতে চেয়েও জড়ায়নি।
তাকেই ভালবাসি যে আমায় মায়ার জ্বলে ডুবিয়েছে।
তাকেই ভালবাসি যে আমাকে পেয়েও হারিয়েছে।