• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সালিশ বসিয়ে ২৫ হাজার টাকায় মিটমাট ধর্ষণ চেষ্টার অপরাধ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১, ০২:৩০ পূর্বাহ্ণ
সালিশ বসিয়ে ২৫ হাজার টাকায় মিটমাট ধর্ষণ চেষ্টার অপরাধ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অপরাধ ২৫ হাজার টাকায় সমাধান করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

পরে বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে সালিশে বসে এই সিদ্ধান্ত নেন গ্রামের বিচারকরা।

জানা যায়, রোববার দুপুরে মেয়েটির মা বাড়িতে না থাকার সুযোগে এক প্রতিবেশী তাকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ করে মেয়েটি।

রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা সালিশে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করে। টাকা পরিশোধের জন্য তাকে পাঁচ মাস সময়ও দেয়া হয়।

শালিসকারীরা জানান, মেয়েটির মানহানি হয়েছে, সেই মানহানি বাবদ তাকে ২৫ হাজার টাকা দেয়া হবে। উভয় পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায় জানান, তিনি বিষয়টি শুনেছেন যদি কেউ অভিযোগ করে তাহলে অভিযোগ গ্রহণ করা হবে।