• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৩:০২ পূর্বাহ্ণ
ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে বিমানের একটি ভিভিআইপি চাটার্ড ফ্লাইটে প্রধানমন্ত্রী হেলসিংকির উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ সময় তাদেরকে ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। দুদিনের যাত্রা বিরতি শেষে রোববার বিকালে নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।