• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে আবারো থানায় ইভ্যালির সিইও রাসেল

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২১, ১৫:১১ অপরাহ্ণ
হাসপাতাল থেকে আবারো থানায় ইভ্যালির সিইও রাসেল
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

চিকিৎসা শেষে আবারো গুলশান থানায় নেওয়া হয়েছে গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে তাকে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গুলশান থানা থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসআই ওয়াহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে রাসেল অসুস্থ বোধ করছেন বলে আমাদের জানান। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারো থানায় নেওয়া হয়।