Home রাজনীতি তৃণমূল জোরদার করবে আওয়ামী লীগ, ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলার সম্মেলন

তৃণমূল জোরদার করবে আওয়ামী লীগ, ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলার সম্মেলন

বিশেষ প্রতিনিধি:

ক্ষমতাসীন আওযামী লীগ তৃনমূল জোরদার করার দিকে বিশেষ নজর দিয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শক্তিশালী তৃণমূল চান দলের হাইকমান্ড। এ লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানো এবং অভ্যন্তরীণ কোন্দল নিরসনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

আগামী ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে দলের বেশ কয়েকটি জেলা-উপজেলার সম্মেলনের তারিখ । চলছে জেলায় জেলায় বর্ধিত সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর বেশ কয়েকটি জেলার সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হবে।

দলীয় সূত্র মতে, আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৪৩টি কমিটির মেয়াদ শেষ হয়েছে দীর্ঘদিন। এ ছাড়া ৬২২টি সাংগঠনিক উপজেলার মধ্যে প্রায় সাড়ে চার শ কমিটির মেয়াদ শেষ হয়েছে। কোথাও কোথাও দেড় যুগ ধরে চলছে একই কমিটি দিয়ে। তিন বছর মেয়াদি কমিটির নেতারা অনেকেই মারা গেছেন। ফলে উপজেলা-থানা এবং পৌরসভায় জট লেগে আছে। দলের এই জট ছাড়ানোর মিশনে নেমেছে কেন্দ্র। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান গণমাধ্যমে জানান, করোনা কমে আসায় এখন আমরা দল গোছানোর কাজকে আরও বেগবান এবং সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে মনোযোগী হয়েছি। যেখানে যেখানে নিজেদের মধ্যে দূরত্ব আছে সেখানে তা দূর করার চেষ্টা করা হচ্ছে। আশা করি, ডিসেম্বরের মধ্যেই আমরা মেয়াদোত্তীর্ণ সব জেলা ও উপজেলার সম্মেলন করতে সক্ষম হব।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী ফোরামের একাধিক নেতা জানিয়েছেন, ঝিমিয়ে পড়া সাংগঠনিক শক্তি চাঙা, সারা দেশে দ্ধন্ধ-বিভেদ মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ করা, রাজনৈতিক বিরোধী পক্ষের সম্ভাব্য আন্দোলন রাজপথে মোকাবিলা, আগামী জাতীয় সম্মেলন সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন দ্রুত সম্পন্ন, নির্বাচন কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলের প্রার্থীদের বিজয়ের ধারা বজায় রাখার প্রত্যয় নিয়ে কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সাংগঠনিক সফরের মাধ্যমে মাঠে থাকবে ইতোপূর্বে গঠিত আট বিভাগীয় সাংগঠনিক টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments