Home নির্বাচিত খবর খেয়ালীর নাট্যকর্মী ইমরান’র পিতার মৃত্যুতে শোক

খেয়ালীর নাট্যকর্মী ইমরান’র পিতার মৃত্যুতে শোক

দখিনের সময় ডেস্ক :

খেয়ালী গ্রুপ থিয়েটারের নাট্যকর্মী ইফতেখার ইমরান এর পিতা এ্যাডভোকেট মোঃ কামাল উদ্দীন চুন্নু শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ২ ছেলে স্ত্রী, আত্মিয় স্বজন রেখে গেছেন। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাযা বাদ জুম্মা কাশীপুর চৌমাথা বাজারে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, খেয়ালী গ্রুপ থিয়েটার ও গণশিল্পী সংস্থা। এক বিবৃতে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ’র সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবতী, সহ-সভাপতি ললিত দাস ও বাসুদেব ঘোষ, সহ-সাধারণ সম্পাদক বিনয় ভূষন মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ হালদার, কোষাধ্যক্ষ সুদর্শণ বিশ্বাস টুটুল, সাহিত্য সম্পাদক অপূর্ব গৌতম, দপ্তর সম্পাদক চন্দন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান পান্থ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মো. সাহেদ, গবেষণা ও পাঠাগার সম্পাদক মোরসেদ হায়দার আনসারী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ দুলাল, অ্যাডভোকেট এসএম ইকবাল, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, শুভংকর চক্রবর্তী, মিজানুর রহমান, মিন্টু কর, সুশান্ত ঘোষ, অসিত দাস, মোস্তাফিজুর রহমান শাহীন, হাসান মাহামুদ বাবু ও অপূর্ব অপু। তারা প্রয়াতজনদের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

একই ভাবে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খেয়ালী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা এ্যাড. এসএম ইকবাল, সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, অধ্যাপক বিমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক সভাপতি সিরাজুম মুনির টিটু, টুনু রানী কর্মকার, নাট্য নির্দেশক অপূর্ব রায়, সারজিদ রিদওয়ান অয়ন, অভিষেক প্রমুখ।

শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গণশিল্পী সংস্থার সভাপতি পঙ্কজ ঘোষ, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, অধ্যাপক দিপ্তী রানী ঘোষ, সঞ্জয় হালদার, চন্দ্র শেখর বাবুল, শারমিন লুনা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments