বরিশাল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল বরিশাল: গণ-স্বাক্ষরে জনতার ঢল
প্রকাশিত জুলাই ২৩, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ

সরকারি বরিশাল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ জুলাই) গণস্বাক্ষর কর্মসূচির মঞ্চে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ছবি: দখিনের সময়

খালিদ সাইফুল্লাহ ॥
সরকারি বরিশাল কলেজকে কেন্দ্র করে নেপথ্যচারীদের ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশাল এখন উত্তাল। বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে চলমান গণস্বাক্ষর কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল নামে। কর্মসূচি চলাকালে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।
কর্মসূচির নবম দিনে বৃহস্পতিবার নগরীর টাউন হল চত্বরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, সাবেক শিক্ষার্থী, সুশিল সমাজ ও সর্বদলীয় সাধারন মানুষ। সকাল সাড়ে ১১ টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচি স্থানে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তন রাখার প্রতি সমর্থন জানিয়ে এবং কলেজের নাম পরিবর্তন করার কুচক্রি মহলকে হুশিয়ার করে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন, সেক্টর কমান্ডার বরিশাল বিভাগ প্রদিপ ঘোষ পুতুল, সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, মহানগর ডেপুটি কমান্ডার শাজাহান হাওলাদার, মহানগর দায়ীত্বপ্রাপ্ত কমান্ডার (নৌ কমান্ডো) সৈয়দ আবুল বাসার, বরিশাল মহা শশ্মান রক্ষা কমিটির সাধারন সম্পাদক মানিক মুখার্জী, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মিজানুর রহমান, বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল কলেজ ছাত্রদল সংসদ এজিএস এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, বরিশাল ল কলেজের সাবেক ভিপি ও বিসিসি প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর আহবায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না, মহানগর আওয়ামীলীগ নেতা হাসান শাহরিয়ার বাবু, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, মহানগর সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়া ও বরিশাল কলেজের সাধারন শিক্ষার্থী রাজিব খাঁন ও রইস আহমেদ মান্না প্রমুখ।
সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে প্রায় ৩২ হাজারের বেশি মানুষ সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছে বলে জানা গেছে। কর্মসূচি চলাকালে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।
Post Views:
৮৭