Home বিশেষ প্রতিবেদন বরিশাল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল বরিশাল: গণ-স্বাক্ষরে জনতার ঢল

বরিশাল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল বরিশাল: গণ-স্বাক্ষরে জনতার ঢল

খালিদ সাইফুল্লাহ ॥

সরকারি বরিশাল কলেজকে কেন্দ্র করে নেপথ্যচারীদের ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশাল এখন উত্তাল। বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে চলমান গণস্বাক্ষর কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল নামে। কর্মসূচি চলাকালে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।

কর্মসূচির নবম দিনে বৃহস্পতিবার নগরীর টাউন হল চত্বরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, সাবেক শিক্ষার্থী, সুশিল সমাজ ও সর্বদলীয় সাধারন মানুষ। সকাল সাড়ে ১১ টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচি স্থানে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তন রাখার প্রতি সমর্থন জানিয়ে এবং কলেজের নাম পরিবর্তন করার কুচক্রি মহলকে হুশিয়ার করে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন, সেক্টর কমান্ডার বরিশাল বিভাগ প্রদিপ ঘোষ পুতুল, সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, মহানগর ডেপুটি কমান্ডার শাজাহান হাওলাদার, মহানগর দায়ীত্বপ্রাপ্ত কমান্ডার (নৌ কমান্ডো) সৈয়দ আবুল বাসার, বরিশাল মহা শশ্মান রক্ষা কমিটির সাধারন সম্পাদক মানিক মুখার্জী, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মিজানুর রহমান, বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল কলেজ ছাত্রদল সংসদ এজিএস এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, বরিশাল ল কলেজের সাবেক ভিপি ও বিসিসি প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর আহবায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না, মহানগর আওয়ামীলীগ নেতা হাসান শাহরিয়ার বাবু, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, মহানগর সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়া ও বরিশাল কলেজের সাধারন শিক্ষার্থী রাজিব খাঁন ও রইস আহমেদ মান্না প্রমুখ।

সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে প্রায় ৩২ হাজারের বেশি মানুষ সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছে বলে জানা   গেছে। কর্মসূচি চলাকালে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

Recent Comments