• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৩, ১৫:০৫ অপরাহ্ণ
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মাদারীপুরের কাল‌কি‌নি‌তে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে পি‌টি‌য়ে ও কু‌পি‌য়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর কর্মীদের বিরু‌দ্ধে। আজ শনিবার দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত এসকানদার খা (৫০) কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটোবালী গ্রামে আমির খানের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সমর্থক ছিলেন।
পুলিশের ভাষ্য, মাদারীপুর-৩ আসনের নিবার্চনী এলাকা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী এসকান্দার খা গতকাল শুক্রবার রাত আটটার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় নৌকা প্রার্থীর আবদুস সোবহান গোলাপের কর্মীরা তাঁকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে এসকানদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার দুপুর ১২টার দি‌কে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঈগল কর্মীদের মিছিলে নৌকার কর্মীরা হাত বোমা বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে দশ জনের মত আহত হয়।