Home সারাদেশ মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

দখিনের সময় ডেস্ক:
মাদারীপুরের কাল‌কি‌নি‌তে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে পি‌টি‌য়ে ও কু‌পি‌য়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর কর্মীদের বিরু‌দ্ধে। আজ শনিবার দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত এসকানদার খা (৫০) কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটোবালী গ্রামে আমির খানের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সমর্থক ছিলেন।
পুলিশের ভাষ্য, মাদারীপুর-৩ আসনের নিবার্চনী এলাকা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী এসকান্দার খা গতকাল শুক্রবার রাত আটটার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় নৌকা প্রার্থীর আবদুস সোবহান গোলাপের কর্মীরা তাঁকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে এসকানদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার দুপুর ১২টার দি‌কে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঈগল কর্মীদের মিছিলে নৌকার কর্মীরা হাত বোমা বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে দশ জনের মত আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

Recent Comments