Home সারাদেশ মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

দখিনের সময় ডেস্ক:
মাদারীপুরের কাল‌কি‌নি‌তে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে পি‌টি‌য়ে ও কু‌পি‌য়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর কর্মীদের বিরু‌দ্ধে। আজ শনিবার দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত এসকানদার খা (৫০) কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটোবালী গ্রামে আমির খানের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সমর্থক ছিলেন।
পুলিশের ভাষ্য, মাদারীপুর-৩ আসনের নিবার্চনী এলাকা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী এসকান্দার খা গতকাল শুক্রবার রাত আটটার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় নৌকা প্রার্থীর আবদুস সোবহান গোলাপের কর্মীরা তাঁকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে এসকানদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার দুপুর ১২টার দি‌কে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঈগল কর্মীদের মিছিলে নৌকার কর্মীরা হাত বোমা বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে দশ জনের মত আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক ইতিহাস সম্মেলন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্মেলন “আঞ্চলিক ইতিহাস সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস...

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মালেক, জসিম-হেপি ভাইস চেয়ারম্যান

দখিনের সময় ডেস্ক: বরিশাল সদর চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন (তালা)...

গাধার দুধের এক কেজি চিজের দাম ৭৯ হাজার টাকা

দখিনের সময় ডেস্ক: অবাক হলেও সত্যি বলকান প্রজাতির গাধার খাঁটি দুধ দিয়ে তৈরি এক কেজি চিজের দাম  ৭৯ হাজার টাকা। সার্বিয়ার সেরা চিজ প্রস্তুতকারী স্লোবোদান...

গাধা মোটেই বোকা নয়

দখিনের সময় ডেস্ক: কোনো ভুল করলে, কখনো বোকামি করলে গাধার সঙ্গে তুলনা করা হ। যেনো বোকার হদ্দ হচ্ছে গাধা। কিন্তু বাস্তবতা মোটেই তা নয়। আমরা...

Recent Comments