• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

দখিনের সময়
প্রকাশিত মে ১৮, ২০২৪, ১৭:০৯ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু
সংবাদটি শেয়ার করুন...
কাজী হাফিজ:

বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রোগ্রামের পাশাপাশি প্রফেশনাল এমবিএ কোর্স চালু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রফোশনাল এমবিএ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত চার বিভাগে এমবিএ করার সুযোগ পাবেন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে দক্ষ মানব সম্পদ গঠনে বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রি কোলাবোরেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি করবে এবং ইন্ডাস্ট্রিসহ অন্যান্য চাকরির জগতে একটা নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করবে। যা আমাদের নিয়মিত শিক্ষার্থীদের চাকরির বাজারকে প্রসারিত করবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতাও বৃদ্ধি পেতে পারে বলে আমি মনে করি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকবৃন্দ অত্যন্ত দক্ষ আশাকরি তাদের পাঠদান প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জ্ঞান, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়তা করবে।
এ প্রোগ্রামের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বলেন, কোয়ালিটি এডুকেশন (SDG-4) এর কথা বিবেচনায় রেখে এমবিএ প্রোগ্রামটির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশা ও পর্যায়ে কর্মরত ব্যক্তিগণ তাদের পেশাগত উন্নতি সাধান করতে পারবেন। এটি গুণগত শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি প্রস্তুতের দ্বারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে। এছাড়া এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং বিভাগ গুলো স্বাবলম্বী হবে যার দ্বারা নিজস্ব অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন আরও তরান্বিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কয়েকজন শিক্ষকের সাথে এ বিষয়ে কথা বললে তারা জানান, প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চাকুরিজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে। চাকরিজীবীদের নিজস্ব চাকরি বহাল রেখে দক্ষতার বৃদ্ধির জন্যে এই প্রোগ্রাম চালু থাকা দরকার।  প্রফেশনাল এমবিএ করতে আগ্রহী বরিশালের কয়েকজন চাকরিজীবীর সাথে এ বিষয়ে কথা বললে তারা জানান, দীর্ঘ দিন ধরেই অপেক্ষায় ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ধরণের অপর্চুনিটি কবে আসবে। বিবিএ এরপর চাকরির ব্যস্ততায় আর এমবিএ করা হয়নি। এখন আশাকরছি এমবিএ ডিগ্রি টা সম্পূর্ণ করতে পারবো। আশাকরি এই প্রোগ্রামটি আরও আমাদের আরও দক্ষ করে তুলবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রোগ্রাম বর্তমানে চালু আছে। বরিশাল বিশ্ববিদ্যালয়েও এখন থেকে শুরু হতে যাচ্ছে। তারা আশাবাদী এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবে। তবে শিক্ষার্থীরা এ কারনে সেশনজট বাড়তে পারে বলে শঙ্কিত। এ প্রোগ্রাম নিয়মিত শিক্ষার্থীদের সেশনজট বৃদ্ধি করবে কী না প্রশ্ন করলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন বলেন, এই কোর্সের সঙ্গে সেশনজটের কোনো সম্পর্ক নেই। এখানে মাত্র পাঁচটি কোর্স থাকবে। একজন শিক্ষক প্রতি সপ্তাহে দুদিন একটি করে ক্লাস নেবেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, এটা সান্ধ্যকালীন কোর্স নয়। এটা প্রফেশনাল কোর্স। এটা সেশনজটের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ শুক্রবার ও শনিবার ক্লাস হবে। আরেকটা বিষয় হলো বিশ্ববিদ্যালয়ে সকলের শেখার অধিকার আছে। আমরা শুধু শুধু কাউকে কেন বঞ্চিত করব। আর সেশনজটের বিষয়ে আমি ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি, সামনে আরও উদ্যোগ নেব।প্রসঙ্গত, এ প্রোগ্রামে ম্যানেজমেন্ট, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ ৪ টি বিষয়ে এমবিএ করার সুযোগ রয়েছে। ২৫ জুন পর্যন্ত আবেদন করা যাবে৷