• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলে টাইটেল স্পন্সর ইসলামী ব্যাংক হাসপাতাল

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলে টাইটেল স্পন্সর ইসলামী ব্যাংক হাসপাতাল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামী ৬ ডিসেম্বর বিকেল তিনটায় আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল। আল কুরআন একাডেমি বরিশালের আয়োজনে এই মাহফিলে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম আশা করা হচ্ছে। এ বিশাল আয়োজনের টাইটেল স্পন্সর হয়েছে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতাল। এই ঘোষণা দেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দীন আহমেদ।
আন্তর্জাতিক এই ক্বিরাত মাহফিলে অংশ নিতে আসছেন মরক্কোর ক্বারী ইলিয়াস আল মিহয়াউঈ, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনওয়ার নাফীসী, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মিশরের শাইখ ইয়াসির শারক্বাউঈ এবং বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে সাইমুম শিল্পীগোষ্ঠী, রোকনুজ্জামান, হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড, হেরাররশ্মি শিল্পী গোষ্ঠী এবং বরিশাল সাংস্কৃতিক সংসদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে নারীদের জন্য থাকবে আলাদা বসার ব্যবস্থা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সরশিপ ঘোষণা অনুষ্ঠানে আল কুরআন একাডেমির নেতৃবৃন্দ ছাড়াও ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ আয়োজন বরিশালে ইসলামী সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।