ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এ বার্তা পাঠানো হয়। মুম্বাই পুলিশের জানিয়েছে, মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি পাঠানো হয়। বার্তাটি রাজস্থান রাজ্যের আজমির শরিফ থেকে এসেছে। কে বার্তাটি পাঠিয়েছেন, তা শনাক্ত করতে সেখানে একটি দল পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি এফআইআর করেছে পুলিশ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এর আগে গত ২৮ নভেম্বর মুম্বাই পুলিশের কাছে মোদিকে খুনের হুমকি আসে। বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীকে খুনের ছক কষা হচ্ছে। হত্যার অস্ত্রও প্রস্তুত করা হয়েছে। সাথে সাথে তৎপর হয়ে ওঠে পুলিশ। যে মোবাইল থেকে ফোন করা হয়েছিল তা পরীক্ষা করে দেখা যায় সেটি এসেছিল আন্ধেরি থেকে। দ্রুত খবর যায় আন্ধেরি থানায়। তৈরি করা হয় পুলিশের এক তদন্তকারী দল। কিন্তু কলারকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হতে না হতেই দেখা যায় ফোনটি বন্ধ। অবশেষে আটক করা হয় সন্দেহভাজন এক ৩৪ বছরের নারীকে। সেই ঘটনায় পুলিশ জানিয়েছিল, ওই নারী অবিবাহিত, একাই থাকেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত।