• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিডি ক্লিনের উদ্যোগে কুয়াকাটা সৈকত পরিষ্কারে অভিযান

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ
বিডি ক্লিনের উদ্যোগে কুয়াকাটা সৈকত পরিষ্কারে অভিযান
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগানে বিডি ক্লিন বরিশাল বিভাগের সব ইউনিটের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে কুয়াকাটা সৈকতে শুরু হওয়া এই অভিযানের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সদস্যরা, বিডি ক্লিনের বিভিন্ন ইউনিটের সমন্বয়ক এবং স্থানীয় সংবাদকর্মীরা।

বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান জানান, কুয়াকাটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, এবং এই সৈকত পরিষ্কার রাখতে তারা একত্রিত হয়েছেন। তিনি আরও বলেন, কুয়াকাটার সঙ্গে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও কলাপাড়ার টিমের সমন্বয়ে আজকের এই পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়াও পটুয়াখালী জেলার উপসমন্বয়ক মো. রাকায়েত হোসেন সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সৈকতে প্লাস্টিকের বোতল বা পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে।

বিডি ক্লিন কুয়াকাটা ইউনিটের সমন্বয়ক আসাদুজ্জামান মিরাজ বলেন, আজকের অভিযান কেবল শুরু, তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম চালানোর পরিকল্পনা করছেন। তিনি স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও কুয়াকাটা সৈকত পরিষ্কারের কাজে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মো. রবিউল ইসলাম বলেন, পরিবেশ সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব কেবল বিডি ক্লিনের নয়, এটি সমাজের সবার দায়িত্ব।