দখিনের সময় ডেস্ক:
ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। ই-মেইলে এই হুমকি পাওয়ার পর রাজ্যের পুলিশ তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি তারা।
পর্যটন দফতরে ই-মেইলে হুমকিবার্তা এসেছে বলে দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা যায়, খরব পাওয়ার পর তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা যানা যায়, তাজমহলে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি ভুয়া ই-মেইল ছিল।
তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমেদ বলেন, কোথা থেকে বার্তা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
ভারতের বহু রাজ্যে গত কয়েক মাস ধরে কখনো স্কুলে, কখনো কলেজে হুমকিবার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমান সংস্থাগুলিতেও হুমকিবার্তা পাঠানো হয়েছে বার বার। এ বার সেই তালিকায় যুক্ত হলো তাজমহল।