• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরেও ডেঙ্গুর থাবা: আরও ৫ জনের মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ণ
ডিসেম্বরেও ডেঙ্গুর থাবা: আরও ৫ জনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

ডেঙ্গুর প্রকোপ ডিসেম্বরেও থেমে নেই। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত একদিনে ৫০৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৫ হাজার ৬৩২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৭০২ জন। তবে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা এই রোগের ভয়াবহতাকে নতুন করে সামনে এনেছে।

গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক ভালো মনে হলেও এখনো উদ্বেগের জায়গা রয়েছে। ২০২২ সালে ডেঙ্গুতে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। বিশেষজ্ঞরা এই রোগ মোকাবিলায় সচেতনতা বাড়ানো ও নিয়মিত মশা নিধনের উপর জোর দিয়েছেন।