• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ফের স্থগিত

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১৬:৪৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ফের স্থগিত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ এক দশকের অপেক্ষার পরও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন আবারও স্থগিত করা হয়েছে। ১৮ জানুয়ারি সম্মেলনের নির্ধারিত তারিখ থাকলেও “অনিবার্য কারণ” দেখিয়ে তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগেও ২৮ ডিসেম্বর নির্ধারিত সম্মেলন একইভাবে স্থগিত হয়। নতুন তারিখ ২০ জানুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুই ভাগে বিভক্ত জেলা বিএনপির নেতৃত্ব ও কমিটি নিয়ে চলমান বিরোধই সম্মেলন স্থগিতের প্রধান কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে একটি অংশ এবং বর্তমান আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে আরেকটি অংশের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। একাধিক বৈঠক ও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার পরও সম্মেলনের সুষ্ঠু আয়োজন সম্ভব হয়নি। অভিযোগ উঠেছে, স্বচ্ছ ভোটার তালিকা এবং সঠিক নেতৃত্ব নির্বাচন নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় সম্মেলন পেছাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় বিএনপি।
এদিকে, সম্মেলন স্থগিত হওয়ায় কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির নেতারা জানান, ২০ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার পর সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে, নেতাদের মধ্যে ঐক্য না আসা পর্যন্ত পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।