• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হল টিকটক

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৬:৩৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হল টিকটক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। দেশটির আইনপ্রণেতারা ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, টিকটক চীনের পেরেন্ট কোম্পানি ByteDance-এর সঙ্গে সম্পর্কের কারণে এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালের এপ্রিলে পাস হওয়া একটি আইনের আওতায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার মাধ্যমে টিকটককে চীনা পেরেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছিল।
নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারীকে বাধার সম্মুখীন হতে হবে। তবে যারা আগে থেকেই অ্যাপটি ডাউনলোড করেছেন, তারা আপাতত এটি ব্যবহার করতে পারবেন, কিন্তু নতুন ডাউনলোড বা আপডেটের সুযোগ তারা পাবেন না। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সাথে সাথে এটি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়বে। আদালত এই নিষেধাজ্ঞাকে সমর্থন করে বলেছেন, এর ফলে বাকস্বাধীনতা ক্ষুন্ন হবে না, কারণ এটি নিরাপত্তার স্বার্থে নেওয়া পদক্ষেপ।
এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা নিষেধাজ্ঞাটি কার্যকর করবে না। বরং, এটি ট্রাম্প প্রশাসনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এটি কিভাবে কার্যকর হবে, তা নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে।