• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির পথচলা শুরু

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১৬:০৩ অপরাহ্ণ
গাজায় যুদ্ধবিরতির পথচলা শুরু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গাজার উত্তপ্ত পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হলো, কারণ অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। স্থানীয় সময় রোববার বেলা সোয়া ১১টায় ইসরাইল ও হামাসের মধ্যে এই চুক্তি কার্যকর হয়। যদিও পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল, তবে বন্দিদের তালিকা হস্তান্তর নিয়ে জটিলতার কারণে এটি প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়। কাতারের মধ্যস্থতায় চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ইসরাইলের কাছে প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া তিন নারী জিম্মির নাম হস্তান্তর করে। তালিকায় রয়েছেন রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, তাদের পরিবারকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তবে হামাসের দাবি, কারিগরি ত্রুটি ও অব্যাহত বোমা হামলার কারণে তালিকা দিতে দেরি হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, যুদ্ধবিরতি কার্যকর করতে হামাসের দেওয়া শর্ত পূরণ জরুরি ছিল। শর্ত পূরণে দেরি হওয়ায় শেষ মুহূর্তে চুক্তি কার্যকরে সময়সীমা পেছানো হয়। তবুও দীর্ঘ প্রতীক্ষার পর, যুদ্ধে বিধ্বস্ত এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার নতুন পথ খোলার আশা জাগিয়েছে এই যুদ্ধবিরতি।