• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১৬:৫৫ অপরাহ্ণ
সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের দাভোসে চার দিনের সফরে যাচ্ছেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন, যা ২১-২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন সরকার, রাষ্ট্রপ্রধান, ব্যবসায়ী নেতা এবং সংগঠনের প্রধানরা অংশ নেবেন। ড. ইউনূস এর পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক এবং সাক্ষাৎ করবেন, যার মধ্যে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা অন্তর্ভুক্ত।
এছাড়া, ড. ইউনূস অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডসহ কয়েকটি সংস্থা ও কোম্পানির প্রধান নির্বাহী এবং উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্যবসায়িক ফোরামটি মূলত বিনিয়োগ ও অর্থনীতি নিয়ে আলোচনা করে, যেখানে ড. ইউনূস বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ করার বিষয়ে মতবিনিময় করবেন। সেই সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ারও পরিকল্পনা রয়েছে তার।
ড. ইউনূসের এই সফর একাধিক আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের ধারাবাহিকতা, যেখানে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। গত বছর আগস্টে যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে তার বিদেশ সফরের সূচনা হয়েছিল এবং পরবর্তী সময়ে আজারবাইজান ও মিশরে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন। তবে, এখনও তিনি দ্বিপক্ষীয় সফর করেননি, যা তার পরবর্তী পরিকল্পনার অংশ হতে পারে।